New Update
সিউড়িতে ধুন্ধুমার! সাতসকালেই তৃণমূলের দুই গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। সিউড়ি থানার আইসিকে কলার ধরে টানতে টানতে নিয়ে যাওয়া হয়। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। উদ্ধার করা হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র। ঘটনায় একজন আহত হয়েছে। বাবু আনসারি ও ইকবাল আনসারি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ থামাতে গেলে পুলিশের উপর চড়াও হয় দুষ্কৃতীরা। বাবু আনসারিকে আটক করা হলে পুলিশের হাত থাকে তাঁকে ছিনিয়ে নিতে পুলিশকে ঘিরে ধরে গ্রামবাসীরা। গোটা ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে সিউড়ি থানার পুলিশ।