Advertisment

লড়াইয়ের প্রতিশব্দ দীপা মালিক

দীপা নিজেই এখন মোটিভেশনল স্পিকার। এই মুহূর্তে ক্রীড়াবিশ্বে সবচেয়ে চর্চিত শব্দ ‘মেন্টাল হেল্থ’, বাংলায় তর্জমা করলে দাঁড়ায় মানসিক স্বাস্থ্য়।

author-image
IE Bangla Web Desk
New Update

প্য়ারা অলিম্পিকে ভারতকে প্রথম পদক এনে দেওয়া অ্যাথলিট আজ অনুপ্রেরণার এক প্রতিষ্ঠান। দীপা নিজেই এখন মোটিভেশনল স্পিকার। এই মুহূর্তে ক্রীড়াবিশ্বে সবচেয়ে চর্চিত শব্দ ‘মেন্টাল হেল্থ’, বাংলায় তর্জমা করলে দাঁড়ায় মানসিক স্বাস্থ্য়। সম্প্রতি এই কারণেই অজি ক্রিকেটার গ্লেন ম্য়াক্সওয়েল থেকে উইল পুকোভস্কি ও নিক ম্য়াডিনসনরা ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছেন। ইংল্য়ান্ডের সারা টেলরও দীর্ঘদিনের মানসিক অবসাদের জন্য় চলতি বছর ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।

Advertisment

সম্প্রতি ক্রেডাই বেঙ্গলের বার্ষিক অনুষ্ঠানে কলকাতায় এসেছিলেন দীপা। সেখানেই তিনি বললেন যে, বিরাটের মতো দেশের রোলমডেলরা ‘মেন্টাল হেল্থ’ ইস্য়ুতে কথা বলছেন সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়। একসময় তিনিও এই বিষয় মুখ খুলেছিলেন। দীপার বক্তব্য় প্রতিটি মানুষই এখন অত্য়ন্ত প্রতিদ্বন্দ্বিতার মধ্য়ে দিয়ে যাচ্ছেন। এই দ্রুত বদলে যাওয়া দুনিয়ায় মানসিক ভাবে শক্তিশালী থাকার লড়াই বাতলে দিলেন দীপা।

Mental Health
Advertisment