Advertisment

শহরবাসীকে মেট্রোরেলের উপহার 'ইস্ট-ওয়েস্ট মেট্রো

author-image
IE Bangla Web Desk
New Update

ভালোবাসার শহর কলকাতাকে ‘ভ্যালেনটাইন্স ডে’ তে উপহার দিল মেট্রোরেল। উপহারের ডালিতে নতুন রেক, নতুন মেট্রো, ঝাঁ চকচকে উন্নত মানের স্টেশন সঙ্গে নানা ফিচারে ভরা ছয়টি স্টেশন। আর সেই উপহারের মজা নিতে সক্কাল সক্কাল পৌঁছে গিয়েছেন শহরবাসী। মেট্রোর ‘নয়া চেহারা’ দেখে  ঘাবড়ে গেলেন বেশ কিছু যাত্রী। মুখে প্রশ্ন, কোন দিকে যাবো? এ যে ‘মিনি এয়ারপোর্ট’। পকেট থেকে বের করলেন স্মার্টফোন। ক্লিকের পর ক্লিকে উঠল সেলফি, ভিডিও। এরপর, টিকিট কাউন্টারের সামনে লাইন পড়ল যাত্রীদের। তবে ঠিক প্রয়োজনে নয়, সাত সকালে প্রথম মেট্রো চড়ার সাক্ষী হতেই এসেছেন মহানগরবাসীরা।

Advertisment

প্রসঙ্গত, এদিন মেট্রো স্টেশন থেকে বেরোনোর সময় একাধিক যাত্রীরা টোকেন মেশিনে ফেললেও গেট খোলে না। সঠিক দাম দিয়ে টিকিট কাটলেও এই সমস্যার মুখোমুখি হতে হয় একাধিক যাত্রীদের। প্রাথমিক পর্যবেক্ষণ করে জানা যায়। যাত্রা পথের সময়কাল কুড়ি মিনিট। যাত্রীরা নতুন মেট্রো উপভোগ করতে ছবি তুলতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলেন যে সময়ের প্রতি নজর তাদের ছিল না। কাজেই আপনি নতুন মেট্রো পথে যাত্রা করলে সময়ের দিকে খেয়াল রাখবেন।

kolkata metro
Advertisment