Advertisment

কমবে টালা ব্রিজের হয়রানি, চালু হলো কুটিঘাট-বাগবাজার ফেরি সার্ভিস

অফিস টাইমে ভালোই ভিড় টানছে কুটিঘাট থেকে বাগবাজারগামী লঞ্চ। সকাল ৮.১৫ থেকে সন্ধে ৮.১৫ পর্যন্ত এই লঞ্চ পরিষেবা চালু রয়েছে। ত্রিশ মিনিট অন্তর কুটিঘাট ও বাগবাজার ঘাট থেকে লঞ্চ পাওয়া যাবে।

author-image
IE Bangla Web Desk
New Update

টালাব্রিজের বেহাল অবস্থার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বাস চালাচল। যার জেরে হয়রানির শেষ নেই উত্তর শহরতলির যাত্রীদের। সেই হয়রানি থেকে মুক্তি দিতে গঙ্গাবক্ষে লঞ্চ পরিষেবা চালু করল রাজ্যের ফেরি সার্ভিস। এই পরিষেবা উপলব্ধ হবে কুটিঘাট থেকে মিলেনিয়াম পার্ক পর্যন্ত। লঞ্চের ভাড়া শুরু নয় টাকা থেকে। কুটিঘাট থেকে বাগবাজার হয়ে মিলেনিয়াম পার্ক পর্যন্ত চালু এই লঞ্চ পরিষেবা। মূলত টালা ব্রিজে বাস বন্ধ হয়ে যাওয়ায় বরানগর এবং পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা সমস্যায় পড়েছিলেন। যাতায়াতের সেই সমস্যা কাটাতে কুটিঘাট থেকে ফেয়ারলি পর্যন্ত লঞ্চ পরিষেবা চালু করা হলো।

Advertisment

আরও পড়ুন, ফুটব্রিজের নিচে আটকে গেল বিমান, ভাইরাল ভিডিও

অফিস টাইমে ভালোই ভিড় টানছে কুটিঘাট থেকে বাগবাজারগামী লঞ্চ। সকাল ৮.১৫ থেকে সন্ধে ৮.১৫ পর্যন্ত এই লঞ্চ পরিষেবা চালু রয়েছে। ত্রিশ মিনিট অন্তর কুটিঘাট ও বাগবাজার ঘাট থেকে লঞ্চ পাওয়া যাবে। ঘাটে লঞ্চ দাঁড়ানোর সময় মাত্র ত্রিশ সেকেন্ড। যাত্রী ওঠা হয়ে গেলেই রওনা দিচ্ছে লঞ্চ।

kolkata news
Advertisment