Originals কমবে টালা ব্রিজের হয়রানি, চালু হলো কুটিঘাট-বাগবাজার ফেরি সার্ভিস অফিস টাইমে ভালোই ভিড় টানছে কুটিঘাট থেকে বাগবাজারগামী লঞ্চ। সকাল ৮.১৫ থেকে সন্ধে ৮.১৫ পর্যন্ত এই লঞ্চ পরিষেবা চালু রয়েছে। ত্রিশ মিনিট অন্তর কুটিঘাট ও বাগবাজার ঘাট থেকে লঞ্চ পাওয়া যাবে। 3 years agoOctober 28, 2019