পারদ নামছে হু হু করে। প্রবল ঠান্ডায় জবুথবু গোটা বাংলা। ঠান্ডায় কাঁপছে গঙ্গাসাগর। গত কয়েকদিনের মতো এদিন ভোর থেকে উত্তুরে হাওয়ার জেরে পারদ নিম্নমুখী। তবে ঠান্ডাকে উপেক্ষা করে ভোরের আলো ফোটার আগে থেকে পুণ্যার্থীরা সাগরে ডুব দিতে শুরু করেছেন। চলছে বৈতরণী পার হওয়ার হিড়িক। মিলছে স্বর্গে যাওয়ার টিকিট। ছোট বাছুরের লেজ মুচড়ে দিলেই চলে যাওয়া যাবে স্বর্গে। গরুর লেজ ধরে সাগর থেকে বৈতরণী পার হচ্ছেন। ভিড়ে থেকে থেকেই চোখে পড়ছে, ছোট আকারের গরুকে সাজিয়েগুছিয়ে, সিঁদুরচন্দন মাখিয়ে দাঁড়িয়ে রয়েছেন পুরোহিতরা। গরুর লেজ ধরেই পুণ্যার্থীদের নাম-গোত্র উল্লেখ করে দেওয়া হচ্ছে পুজো। আর তাতেই টিকিট মিলছে পূর্বপুরুষদের