Advertisment

Gangasagar Mela 2025: NDRF-এর চমক, গঙ্গাসাগর মেলায় এবার নজরদারিতে বস্কো-ম্যাক্সি জুটি

Gangasagar Mela 2025: পূণ্যতীর্থ গঙ্গাসাগর মেলা ২০২৫-এর সময় তীর্থযাত্রীদের পূর্ণ নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করার জন্য, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (NDRF) দ্বিতীয় ব্যাটালিয়ন পাঁচটি বিশেষ অনুসন্ধান ও উদ্ধারকারী দল মোতায়েন করেছে।

author-image
Shashi Ghosh
New Update

একদিকে উত্তরপ্রদেশে চলছে মহাকুম্ভ। ঠিক সেই সময়েই পশ্চিমবঙ্গে চলছে গঙ্গাসাগর মেলা। পূণ্যতীর্থ গঙ্গাসাগর মেলার সময় তীর্থযাত্রীদের পূর্ণ নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করার জন্য, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (NDRF) দ্বিতীয় ব্যাটালিয়ন পাঁচটি বিশেষ অনুসন্ধান ও উদ্ধারকারী দল মোতায়েন করেছে। এছাড়াও রয়েছে এনডিআরএফের দলের ওপর দুই সদস্য তারা 'বস্কো' এবং 'ম্যাক্সি'। এরা দু'জনেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দুই প্রশিক্ষিত স্নিফার ডগ। সাগর স্নানে কেউ যদি জলে ডুবে যায় তাহলে তাকে উদ্ধার করার জন্য উন্নত মানের সরঞ্জাম নিয়ে প্রস্তুত রয়েছেন এই ডিপ ডাইভার স্পেশালিস্ট। গঙ্গাসাগর মেলায় বাংলাদেশ থেকে আসা জঙ্গি কার্যকলাপ হয়ে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। এসব আটকাতেই সদা তৎপর হয়ে আছে বস্কো' এবং 'ম্যাক্সি'।

West Bengal NDRF West Bengal News Gangasagar Mela Dog west bengal latest news
Advertisment