New Update
মকর সংক্রান্তির পূণ্যস্নান গঙ্গাসাগরে। এই উপলক্ষে সাগরে প্রতি বছর ভিড় করেন লক্ষ লক্ষ পূণ্যার্থী। তাঁদের জন্য সরকারি উদ্যোগে তৈরি হয় অসংখ্য হোগলা পাতার অস্থায়ী শিবির। এখানেই ৩-৪ দিনের জন্য সংসার পেতে বসেন দেশের বিভিন্ন জায়গা থেকে আসা মানুষ। রান্নাবান্না থেকে শুরু করে খাওয়া দাওয়া সব এখানেই। যাওয়ার আগে এখানেই সংসার ভেঙে দিয়ে যান পুণ্যার্থীরা।