মঙ্গলবার ছিল মকর সংক্রান্তি। গঙ্গাসাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থী সমাগম হয় এদিন। ভিড় উপচে পড়ে সমুদ্র সৈকতে। শীত উপেক্ষা করে সকাল থেকে স্নান করেন পুণ্যার্থীরা। কয়েকদিন আগে থেকেই দলে দলে পুণ্যার্থীরা ভিড় জমান গঙ্গাসাগর মেলায়। মকর স্নান উপলক্ষ্যে মঙ্গলবার ভোর থেকেই পুণ্যার্থীরা সাগরসঙ্গমে ভিড় করেন। মুড়িগঙ্গার জলে ডুব দিয়ে মকর স্নান করেন। মাঝরাত থেকেই উপচে পড়ে সাগরসঙ্গমে পুণ্যার্থীদের ভিড়।