New Update
‘স্যাটেলাইট ট্যাগ’ ডানায় নিয়ে আকাশে উড়বে ‘হিমালয়ান গ্রিফিনের’ দল। এর আগে নকল ব্যাকপ্যাক লাগিয়ে জোরকদমে তালিম চলছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজা ভাতখাওয়া শকুন প্রজনন কেন্দ্রে। শকুনের সংখ্যা বাড়াতে দেশে মোট ৯ টি প্রজনন কেন্দ্রে চলছে গবেষণা। এরমধ্যে ২০০৬ সালে উত্তরবঙ্গের বক্সার জঙ্গলের রাজাভাতখাওয়াতেও চালু হয় শকুন প্রজনন কেন্দ্র।
Advertisment
এখানে প্রজননের জন্য আনা হয় হিমালয়ান গ্রিফিন, লং বিল্ড, স্ল্যান্ডার বিল্ড এবং হোয়াইট ব্যাক বিল্ড নামে চার প্রজাতির শকুন। এখন এই প্রজনন কেন্দ্রে শকুনের সংখ্যা মোট ১৪০ টি। সেই ১৪০টির মধ্যে ৬টি হিমালয়ান গ্রিফিন প্রজাতির শকুনকে আকাশে ছেড়ে দেওয়া হবে। সেই জন্য তাদের ‘জেনারেল এভিয়ারি’ থেকে ‘রিলিজ এভিয়ারিতে’ নিয়ে আসা হয়েছে।