Advertisment

Gangasagar Mela 2025: সরকারি অফিসার হওয়া স্বপ্ন গঙ্গাসাগরের সন্ন্যাসিনীর

Gangasagar Mela 2025: আশ্রমের পাশেই নাগা সাধুদের ঘর। এখানেই বসেই এক সন্ন্যাসিনী স্বপ্ন দেখছেন সরকারি অফিসার হওয়ার। নাম রাজেশ্বরী।

author-image
Shashi Ghosh
New Update

আশ্রমের পাশেই নাগা সাধুদের ঘর। এখানেই বসেই এক সন্ন্যাসিনী স্বপ্ন দেখছেন সরকারি অফিসার হওয়ার। নাম রাজেশ্বরী। ইতিহাসে অনার্স নিয়ে মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছেন। পড়াশোনা শেষে তিনি হতে চান একজন দক্ষ প্রশাসক। আইএএস হওয়ার স্বপ্ন দেখছেন ওই সন্ন্যাসিনী। নাগা সাধু মহাদেব ভারতীর পালিত কন্যা রাজেশ্বরী। বছর দুয়েক আগে হরিয়ানায় এক দুর্ঘটনায় মেরুদণ্ডে মারাত্মক আঘাত লাগে। তারপর থেকে শয্যাশায়ী। নিজের যথা সামান্য উপার্জনে সাধুবাবা এখনও চিকিৎসা চালাচ্ছেন তাঁর। এমন নানা প্রতিকূলতার মধ্যেও প্রশাসক হওয়ার স্বপ্ন দেখা ছাড়েননি রাজেশ্বরী।

Gangasagar Mela Gangasagar
Advertisment