কালীঘাট স্কাইওয়াকের কাজ প্রায় শেষের মুখে। এখন কাজের যেমন গতিপ্রকৃতি, তাতে পুরো কাজ শেষ হতে আরও মাসখানেক সময় লাগবে বলে নির্মাণকারী সংস্থার তরফে সম্প্রতি জানানো হয়েছে। নির্ধারিত সময়ের এক বছর দেরিতে কাজ শেষ হওয়ার সম্ভবনা রয়েছে। এই বছর মুখ্যমন্ত্রীর কালীপুজোতে স্কাই ওয়াক উদ্বোধনের কথা ছিল বিভিন্ন জটিলতার কারণে কাজ শেষ হয়নি। তবে আশা করা হচ্ছে নতুন বছরের শুরুর দিকে এই স্কাইওয়াক চালু হয়ে যাবে। স্কাইওয়াকের একটি দিক যাচ্ছে কালীঘাট মন্দির থেকে শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের দিকে। আর অন্যদিক যাচ্ছে, কালীঘাট থানার পাশ দিয়ে গুরুপদ হালদার রোডের দিকে। এক্ষেত্রে পুণ্যার্থীরা শ্যামাপ্রসাদ মুখার্জি রোড থেকে সোজা লিফটে চড়ে স্কাইওয়াক ধরে হেঁটে কালীঘাট মন্দিরের কাছে পৌঁছে যাবেন। সেখানে তারা লিফটে নামতে পারবেন। এরফলে নীচের রাস্তা পুরোপুরি যানজটমুক্ত হবে।