New Update
পুরো নাম জিন্না মন্ডল। বয়স ১৯ বছর। ২০১৯ সালে কেকেআরের ক্যাম্পে নেট বোলার ছিল। বাড়ি বসিরহাটের বিবিপুরে। এই প্রত্যন্ত গ্রামে ক্রিকেট অনুশীলন অসম্ভব এক স্বপ্ন। ক্রিকেট খেলাটাও যেন রূপকথা! জিন্নার ক্রিকেটের হাতেখড়ি গ্রামের রাস্তায় পড়ে থাকা মুচি ডাব আর লেবু নিয়ে।
Advertisment
সেখান থেকে টেনিস বলে হাত পাকিয়ে পাড়ার মাঠে খেলা শুরু। যদি ক্রিকেটার হতে পারি ঘরে অভাব অনটন আর কিছুই থাকবে না, এমনই চিন্তা ভাবনা থেকে খেলার শুরু। অদম্য জেদ, ফিটনেস আর মানসিক জোরের উপর ভরসা রেখেই সুযোগ আসে আইপিএলের সময় ইডেনে কেকেআরের ক্যাম্পে বল করার।