মাত্র ৬ মাস আগেও একে অপরের পরিচিত ছিল না দুজনের কেউই। আর এই ৬ মাসে আমূল বদলে গিয়েছে চিত্রটা। আজ তারা দুজনে একে অপরকে ছাড়া কয়েক সেকেন্ডও থাকতে পারেনা। সকাল থেকে রাত শীত, গ্রীষ্ম বর্ষা এই শহরের রাস্তাতেই ক্যাব চালান মহেশতলার সুশান্ত মন্ডল। হঠাৎ করেই তার সঙ্গে দেখা হয় এক 'আহত' বুলবুলির। প্রচন্ড যন্ত্রণায় কাতরাচ্ছে সে তখন। তাকে উদ্ধার করে সুশান্তর কাছে নিয়ে আসেন তার স্ত্রী। মুহুর্তেই বদলে যায় সুশান্তর পৃথিবী। পাখিটিকে ওই অবস্থা থেকে সুস্থ করে তোলাটা রীতিমত চ্যালেঞ্জ হিসেবে নেন তিনি। দিন রাত এক করে চলে শুশ্রুষা। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে থাকে আদরের 'ঝটু'। তার পর থেকে আর আদরের সন্তানকে কাছ ছাড়া করতে পারেন নি সুশান্ত। সেই থেকে 'ঝটূ' সুশান্তর দিন- রাতের সঙ্গী। সকাল বেলায় স্নান খাওয়া সেরে একসঙ্গে বেরিয়ে পড়া। দিনের শেষে ক্লান্ত শরীরে 'ঝটু'কে নিয়ে বাড়ি ফেরা এটাই এখন সুশান্তর রোজকার রুটিন।
প্রেমের স্পর্শে সুস্থ 'আহত' বুলবুলি, গাড়িতেই সুখী 'সংসার', নজির ক্যাব চালকের
শহরেরই এক ক্যাব ড্রাইভার ও তার পোষ্য সাধের বুলবুলির প্রেমকাহিনী যা হার মানাবে বড় পর্দার যে কোন রোমান্টিক চিত্রনাট্যকে অথবা প্রিন্সেপ ঘাটে প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকার আগামীর স্বপ্ন গাঁথার কোন এক অতি পরিচিত প্রেম কাহিনীকে।
শহরেরই এক ক্যাব ড্রাইভার ও তার পোষ্য সাধের বুলবুলির প্রেমকাহিনী যা হার মানাবে বড় পর্দার যে কোন রোমান্টিক চিত্রনাট্যকে অথবা প্রিন্সেপ ঘাটে প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকার আগামীর স্বপ্ন গাঁথার কোন এক অতি পরিচিত প্রেম কাহিনীকে।
New Update