প্যারামাউন্টের সরবতে চুমুক দেননি এমন কলকাতাবাসী মেলা ভার। কিন্তু জানেন কি, এক মহান বাঙালির দেওয়া ফর্মুলা মেনেই আজও সরবত তৈরি হয় প্যারামাউন্টে? স্বাধীনতার আগে থেকে কলকাতার তৃষ্ণা মিটিয়ে চলা এক চিলতে এই দোকানটায় জমে আছে অনেক গল্প। তবে, সেসব গল্প হলেও সত্যি...সেই তৃষ্ণার ইতিবৃত্ত নিয়েই তৈরি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার বিশেষ ভিডিও প্রতিবেদন...