Originals কলকাতা পুলিশের বিশেষ উদ্যোগ ‘তেজস্বিনী’ শহরের পথেঘাটে, এমনকি নিজেদের বাড়িতেও, মহিলারা যাতে শারীরিক হেনস্থার বিরুদ্ধে প্রাথমিকভাবে রুখে দাঁড়াতে পারেন, সেই লক্ষ্যে কলকাতা পুলিশের বিশেষ উদ্যোগ। গত বছরের মে মাসে চালু হয় ‘তেজস্বিনী’, এবং মেলে অভূতপূর্ব সাড়া। November 30, 2019 12:01 IST