Advertisment

India Says No Visa For Bangladesh: বন্ধ ভিসা, ব্যাপক প্রভাব কলকাতার 'মিনি বাংলাদেশে'

Bangladeshi Hindu Attacked: গত কয়েকমাস ধরে ভারত বাংলাদেশ নিয়ে এক অস্থির পরিস্থিতি চলছে। বাংলাদেশিদের জন্যে আপাতত ভারতীয় ভিসা স্থগিত রাখা হয়েছে।

author-image
Shashi Ghosh
New Update

গত কয়েকমাস ধরে ভারত বাংলাদেশ নিয়ে এক অস্থির পরিস্থিতি চলছে। বাংলাদেশিদের জন্যে আপাতত ভারতীয় ভিসা স্থগিত রাখা হয়েছে। যারফলে কার্যত জনশূন্য কলকাতার মিনি বাংলাদেশ নামে পরিচিত সদর স্ট্রিট এবং মারকুইস স্ট্রিট। এই ডিসেম্বর মাসে প্রতি বাংলাদেশ থেকে বহু পর্যটক কলকাতার এই জায়গায় আসেন। এই বছর তার সিকিভাগ লোকও নেই।

Bangladesh Violence Bangladesh Unrest Bangladesh Crisis Bangladesh
Advertisment