Advertisment

Malda TMC Leader Shot Dead: মাথায় পর পর ৩টে গুলি! হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো গেল না মালদার তৃণমূল কাউন্সিলরকে

Malda TMC Leader Shot Dead: মালদায় তৃণমূল নেতা বাবলা সরকার খুনের ঘটনায় রীতিমতো পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update

Malda TMC Leader Babla Sarkar Shot Dead: রীতিমতো হিন্দি সিনেমার কায়দায় মালদার জনপ্রিয় তৃণমূল নেতাকে শুট আউট করল দুষ্কৃতীরা। বাড়ির সামনে দোকানের ধাওয়া করে পরপর মাথায় তিনটে গুলি করে খুন করা হয় মালদার তৃণমূল নেতা তথা ইংরেজবাজার পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুলাল সরকার ওরফে বাবলাকে (৬২)। বর্তমানে বাবলাবাবু তৃণমূলের জেলার সহ-সভাপতি পদেও ছিলেন। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ এমন ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 

Malda medical College West Bengal tmc Shot Dead Malda West Bengal Police West Bengal News
Advertisment