Advertisment

RG Kar Case verdict: 'নরপিশাচের চরমতম শাস্তি হওয়া উচিত', আরজি কর মামলার রায়ে খুশি নন মমতা

Mamata Banerjee on RG Kar Case verdict: আরজি কর কাণ্ডে সিভিক ভলান্টিয়ারের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আদালতের নির্দেশে সন্তুষ্ট নন। আরজি করের ঘটনার তদন্ত নিয়ে এদিন ফের একবার CBI-এর উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update

আরজি কর কাণ্ডে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। আদালতের এই রায়ে সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেছেন, "আমরা প্রথম দিন থেকে ফাঁসির দাবি করেছিলাম। এখনও তাই করছি। আদালতে রায় নিয়ে কিছু বলব না। আমরা তো তিনটি মামলায় ফাঁসির সাজা ঘোষণা করিয়ে দিয়েছি। এই মামলাও আমাদের হাতে থাকলে অনেক আগেই মৃত্যুদণ্ড ঘোষণা করিয়ে দিতাম। কিন্তু কেসটা আমাদের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছ। এই ধরনের নরপিশাচের চরমতম শাস্তি হওয়া উচিত। ফাঁসি হলে মনকে সান্ত্বনা দিতে পারতাম।"

Mamata Banerjee Kolkata Doctor Rape-Murder Case RG Kar Case RG Kar Doctor Murder Case Verdict kolkata rg kar case verdict
Advertisment