Fire at New Alipore: নিউ আলিপুরে হাসপাতালের কাছেই ঝুপড়িতে বিধ্বংসী আগুন

Fire at New Alipore: নিউ আলিপুরের দুর্গাপুর ব্রিজের নীচের ঝুপড়িতে ভয়াবহ আগুন। দাউ দাউ করে জ্বলে গেছে একের এক ঝুপড়ি।

Fire at New Alipore: নিউ আলিপুরের দুর্গাপুর ব্রিজের নীচের ঝুপড়িতে ভয়াবহ আগুন। দাউ দাউ করে জ্বলে গেছে একের এক ঝুপড়ি।

author-image
IE Bangla Web Desk
New Update

ফের শহর কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। শুক্রবার তপসিয়ার পর শনিবার নিউ আলিপুরের দুর্গাপুর ব্রিজের নিচে ঝুপড়িতে ভয়াবহ আগুন। দাউ দাউ করে জ্বলে পুড়ে ছাই একের এক ঝুপড়ি। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৩টি ইঞ্জিন। পাশেই ছিল একটি বেসরকারি হাসপাতাল। ব্রিজের ওপর যান চলাচল বন্ধ রাখা হহয়। প্রবল হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এদিকে, অগ্নিকাণ্ডের জেরে শিয়ালদা-বজবজ শাখায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। ঘটনাস্থলে পৌঁছন মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস। 

fire West Bengal West Bengal News Fire Brigade west bengal latest news