Advertisment

ভেঙে ফেলা বাড়ির দরজা-জানলার ঠাঁই হয়, কোথায় আছে এই আজব বাজার?

Old door and window market: হাবড়ার গুমা বাজার। স্টেশন থেকে বেড়িয়ে খানিকটা এগোলেই চোখে পড়বে একের পর এক দোকান। আর তার সামনে পর পর সাজানো পুরনো বাড়ির দরজা জানলা।

author-image
Shashi Ghosh
New Update

হাবড়ার গুমা বাজার। স্টেশন থেকে বেড়িয়ে খানিকটা এগোলেই চোখে পড়বে একের পর এক দোকান। আর তার সামনে পর পর সাজানো পুরনো বাড়ির দরজা জানলা। কোনও দরজার পাল্লা ভাঙা আবার কোনও জানলার কাঠে ঘুন ধরেছে, গ্রিলে মরচে ধরেছে। ২০০০ সাল থেকে চালু হওয়া দোকানের সংখ্যা প্রায় ১০০'র কাছাকাছি। কলকাতা বা তার আশপাশের ভেঙে ফেলা বাড়ির দরজা জানলার ফ্রেম অল্প দামে কিনে এনে রদ্দিওয়ালারা এই বাজারে বিক্রি করেন।

kolkata
Advertisment