New Update
রবিবার প্রজাতন্ত্র দিবস। সেই উপলক্ষ্যে শুক্রবার সকাল থেকেই রেড রোডে চলল মহড়া। চোখ ধাঁধানো ফাইনাল ড্রেস রিহার্সাল। মহড়া চলাকালীন বন্ধ ছিল কলকাতার একাধিক রাস্তা। বন্ধ রাখা রয়েছে পূর্ব ও পশ্চিম হসপিটাল রোড, কুইন্স লেন, খিদিরপুর রোড ও রানি রাসমণি রোডের একাংশ। সেনাবাহিনীর জওয়ানরা কুচকাওয়াজে অংশ নেওয়ার পাশাপাশি রোবোটিক ট্রেনিংও চলছে।