Advertisment

Republic Day 2025: কলকাতায় সেনার সঙ্গে মহড়ায় রোবট কুকুর

Republic Day Parade 2025: রবিবার প্রজাতন্ত্র দিবস। সেই উপলক্ষ্যে শুক্রবার সকাল থেকেই রেড রোডে চলল মহড়া। চোখ ধাঁধানো ফাইনাল ড্রেস রিহার্সাল।

author-image
Shashi Ghosh
New Update

রবিবার প্রজাতন্ত্র দিবস। সেই উপলক্ষ্যে শুক্রবার সকাল থেকেই রেড রোডে চলল মহড়া। চোখ ধাঁধানো ফাইনাল ড্রেস রিহার্সাল। মহড়া চলাকালীন বন্ধ ছিল কলকাতার একাধিক রাস্তা। বন্ধ রাখা রয়েছে পূর্ব ও পশ্চিম হসপিটাল রোড, কুইন্স লেন, খিদিরপুর রোড ও রানি রাসমণি রোডের একাংশ। সেনাবাহিনীর জওয়ানরা কুচকাওয়াজে অংশ নেওয়ার পাশাপাশি রোবোটিক ট্রেনিংও চলছে।

Indian army Robotics Republic Day Republic day 2024
Advertisment