New Update
anjay Roy: সঞ্জয়কে আদালতে তোলার সময় তারস্বরে হর্ন বাজায় পুলিশ।
Sanjay Roy: আরজি কর কাণ্ডে (RG Kar Case) মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে শিয়ালদহ আদালতে তোলার সময় পুলিশের অতি সক্রিয়তা জোর চর্চায়। সোমবার দুপুরে শিয়ালদহ আদালতে তোলা হয় সঞ্জয় রায়কে। ঠিক সেই সময়ে বেশ কয়েকজন পুলিশকর্মীকে গাড়িতে চড় মেরে প্রবল আওয়াজ করতে দেখা যায়। শুধু তাই নয়, সঞ্জয়ের গলার আওয়াজ যাতে সাংবাদিকদের কান পর্যন্ত না পৌঁছোয় সেই লক্ষ্যে জোরে জোরে বাজানো হয় গাড়ির হর্ন।