Advertisment

RG Kar Case: আদালতে সঞ্জয়, তারস্বরে বাজল হর্ন, গাড়ির ছাদ চাপড়ালেন পুলিশকর্মীরা

RG Kar Case-Sanjay Roy: আদালতে তোলার সময় কয়েকদিন ধরেই আরজি কর কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রায় তাকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করতে থাকেন। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন সঞ্জয়।

author-image
IE Bangla Web Desk
New Update

Sanjay Roy: আরজি কর কাণ্ডে (RG Kar Case) মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে শিয়ালদহ আদালতে তোলার সময় পুলিশের অতি সক্রিয়তা জোর চর্চায়। সোমবার দুপুরে শিয়ালদহ আদালতে তোলা হয় সঞ্জয় রায়কে। ঠিক সেই সময়ে বেশ কয়েকজন পুলিশকর্মীকে গাড়িতে চড় মেরে প্রবল আওয়াজ করতে দেখা যায়। শুধু তাই নয়, সঞ্জয়ের গলার আওয়াজ যাতে সাংবাদিকদের কান পর্যন্ত না পৌঁছোয় সেই লক্ষ্যে জোরে জোরে বাজানো হয় গাড়ির হর্ন।

RG Kar Medical College Sanjay Roy RG Kar Case Kolkata Doctor Rape-Murder Case
Advertisment