Advertisment

RG Kar Case Sealdah Court Verdict: সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ড, সাজা শুনে কী বলল নাগরিক সমাজ এবং ডাক্তাররা?

RG Kar Case Sealdah Court Verdict: সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস। সাজা ঘোষণার পরে আদালত চত্বরের বাইরে মানুষ ক্ষোভ উগরে দিলেন।

author-image
Shashi Ghosh
New Update

আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ খুন মামলায় আজ সাজা শোনালো শিয়ালদা আদালত। প্রাণদণ্ড না যাবজ্জীবন, কী শাস্তি দোষী সঞ্জয় রায়কে? সেই দিকে নজর ছিল দেশ তথা বিশ্বের। গত শনিবার শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস সিবিআইয়ের পেশ করা প্রমাণের উপর ভিত্তি করে এই মামলায় ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে। আজ সোমবার দুপুরে সাজা ঘোষণা করে আদালত। সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস। সাজা ঘোষণার পরে আদালত চত্বরের বাইরে মানুষ ক্ষোভ উগরে দেন। 

RG Kar Case Kolkata Doctor Rape-Murder Case RG Kar Doctor Murder Case Verdict kolkata rg kar case verdict
Advertisment