New Update
Asit Mazumdar Faces Public Outrage In Hooghly: লোকসভা ভোটে হারের কারণ খুঁজতে দুয়ারে বিধায়ক কর্মসূচি নিয়েছিলেন তৃণমূল বিধায়ক। আর তাতেই স্থানীয়দের ক্ষোভের মুখে পড়তে হল তৃণমূল বিধায়ককে। ব্যাপক জনরোষে পড়লেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। বিধায়ক শুধু ভোটের সময় আসেন, বাকি সময় নেই বলে অভিযোগ স্থানীয়দের।