New Update
Vegetable Price Hike: কলকাতা থেকে জেলা, সর্বত্রই সবজির আগুনদর। শীতকালীন শাক সবজির দাম যেখানে কম থাকার কথা সেখানে সবজি কিনতেই হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। এমনকি পাল্লা দিয়ে দাম বেড়েছে মাছ-মাংসের। মুরগির ডিম এবং হাঁসের ডিমের দামও ঊর্ধ্বমুখী। এমন অবস্থায় কলকাতার সবজি বাজারের পাইকারি বিক্রেতারা কী বলছেন? কবে সস্তায় মিলবে শাক সবজি? আদৌ কি জিনিসের দাম কমবে?