পাকিস্তানের ট্রেন হাইজ্যাক ঘটনায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনী বড় সাফল্য অর্জন করেছে। পাকিস্তানি সেনাবাহিনী মঙ্গলবার হিংসা বিধ্বস্ত বালোচিস্তান প্রদেশে সন্দেহভাজন বালোচ জঙ্গিদের হাতে ট্রেনে পণবন্দি অন্তত ১৫৫ জন যাত্রীকে উদ্ধার করেছে এবং এ সময় ১৬ জন জঙ্গিকে হত্যা করেছে। অন্যান্য যাত্রীদের মুক্ত করার অভিযান অব্যাহত রয়েছে। বালোচ এবং পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। পাকিস্তানি নিরাপত্তা আধিকারিকরা এই তথ্য জানিয়েছেন।