Advertisment

PM Modi at Maha Kumbh: গেরুয়া বসন-হাতে রুদ্রাক্ষের মালা, মহাকুম্ভে সঙ্গমঘাটে ডুব দিলেন মোদী

PM Modi at Maha Kumbh: গত মৌনী অমাবস্যায় শাহী স্নানের দিন পদপিষ্টের ঘটনার পর মোদী এদিন গেলেন মহাকুম্ভে। গঙ্গায় ডুব দেওয়ার সময় তাঁর পরনে ছিল গেরুয়া জ্যাকেট এবং কালো ট্র্যাকপ্যান্ট। হাতে ছিল রুদ্রাক্ষের মালা।

author-image
IE Bangla Web Desk
New Update

দিল্লি বিধানসভা নির্বাচনের দিনই প্রয়াগরাজে মহাকুম্ভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার তিনি পুণ্যস্নান করলেন ত্রিবেণী সঙ্গমে। গত মৌনী অমাবস্যায় শাহী স্নানের দিন পদপিষ্টের ঘটনার পর মোদী এদিন গেলেন মহাকুম্ভে। গঙ্গায় ডুব দেওয়ার সময় তাঁর পরনে ছিল গেরুয়া জ্যাকেট এবং কালো ট্র্যাকপ্যান্ট। হাতে ছিল রুদ্রাক্ষের মালা। পুণ্যস্নানের আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে নৌকাবিহার করেন প্রধানমন্ত্রী।

PM Narendra Modi Kumbh Mela Shahi Snan Maha Kumbh 2025 Prayagraj Maha Kumbh Maha Kumbh Mela 2025
Advertisment