PM Modi’s US Visit: ট্রাম্পের সঙ্গে দেখা করতে আমেরিকায় মোদী, গোটা বিশ্ব তাকিয়ে দুই রাষ্ট্রনেতার বৈঠকের দিকে

PM Modi’s US Visit: ফ্রান্স সফর শেষে বুধবার রাতে মার্কিন সফরের জন্যে বেড়িয়ে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ ওয়াশিংটনে পা রাখলেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update

ফ্রান্স সফর শেষে বুধবার রাতে মার্কিন সফরের জন্যে বেড়িয়ে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ওয়াশিংটনে পা রাখলেন তিনি। দুইদিনের এই মার্কিন সফরে তিনি দেখা করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। এই দুই রাষ্ট্রনেতার মধ্যে কী আলোচনা হয় তার দিকে তাকিয়ে সকলে। ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক ও অংশীদারিত্বের সম্পর্ক আরও মজবুত হবে বলেই আশা প্রকাশ করেন করেছেন মোদী। আমেরিকা পৌঁছেই ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর তুলসী গ্যাবার্ডের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। এরপর দেখা করবেন ট্রাম্পের সঙ্গে।

PM Narendra Modi Donald Trump India USA