New Update
একদিকে মোদী ট্রাম্প বৈঠক। মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি। নতুন মুখ্যমন্ত্রী বেছে নিতে পারল না বিজেপির শীর্ষ নেতৃত্ব। সংবাদ সংস্থা এএনআই-সহ একাধিক সূত্রে বিষয়টি জানা গিয়েছে। মণিপুরের মুখ্য়মন্ত্রী এন বীরেন সিং আগেই ইস্তফা দিয়েছিলেন। এরপর সেই পদে কে বসবেন তা নিয়ে নানা জল্পনা ছড়িয়েছিল। তবে এখনও পর্যন্ত মণিপুরের মুখ্য়মন্ত্রী কে হবেন তা নিয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তার মধ্যেই মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে বলে খবর মিলেছে। রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে কথা বলছেন বিভিন্ন নেতৃত্বরা।