/indian-express-bangla/media/member_avatars/2025/04/09/2025-04-09t173406435z-459495234_8583760288310272_8239406885717946983_n.jpg )
Shashi Ghosh
আপডেট করা হয়েছে
New Update
গত তিন দিন ধরে ২০১৬ যোগ্য শিক্ষক-শিক্ষিকারা রয়েছেন শহরের পথে। যতদিন পর্যন্ত ন্যায্য বিচার পাচ্ছেন ততদিন পর্যন্ত রাস্তাতেই থাকবেন বলে জানালেন আন্দোলনকারীরা। আগামী ২ জানুয়ারি স্কুল খুললেও কাজে যোগ দেবেন না। কারণ, যতদিন পর্যন্ত প্যানেল থেকে অযোগ্যদের বাদ দেওয়া না হবে, তত দিন এই আন্দোলন চালিয়ে যাবেন। গত শুক্রবার যোগ্য শিক্ষকদের একটি মিছিল ছিল। সেই মত মিছিল ধর্মতলায় এলে ‘২০১৬ যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের’ তরফে রাস্তায় বসে থাকার সিদ্ধান্ত নেয়। আগামী মাসের ৭ তারিখ আদালতের শুনানি রয়েছে। আশানুরূপ কিছু ফল না পেলে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলে জানিয়েছেন প্রতিবাদীরা।