New Update
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু'দিনের সফরে গতকাল শনিবার কুয়েতে পৌঁছেছেন। ৪৩ বছরের মধ্যে এই প্রথম ভারতীয় কোনও প্রধানমন্ত্রী কুয়েত সফর করলেন। তাঁর এই সফর উপলক্ষে আরবি ভাষায় প্রকাশিত হল রামায়ণ ও মহাভারত। শনিবারই দেখা করলেন রামায়ণ-মহাভারতের আরবি অনুবাদক আবদুল্লা বারন এবং প্রকাশক আবদুল্লাতিফ আলনেসেফের সঙ্গে। এই রামায়ণ-মহাভারত শেষ করতে সময় লেগেছে দু’বছর আট মাস।