RG Kar Case: অভয়ার জন্মদিনে রাজপথে মিছিলে হাঁটলেন হাজার হাজার মানুষ

RG Kar Case: রবিবার ছিল তিলোত্তমার জন্মদিন। সেই দিন তাঁর বাবা-মা নাগরিক সমাজকে বিচারের দাবিতে পথে নামার আবেদন করেন। সেই আবেদনে সাড়া দিয়ে পথে নামেন প্রচুর মানুষ।

RG Kar Case: রবিবার ছিল তিলোত্তমার জন্মদিন। সেই দিন তাঁর বাবা-মা নাগরিক সমাজকে বিচারের দাবিতে পথে নামার আবেদন করেন। সেই আবেদনে সাড়া দিয়ে পথে নামেন প্রচুর মানুষ।

author-image
IE Bangla Web Desk
New Update

রবিবার ছিল তিলোত্তমার জন্মদিন। সেই দিন তাঁর বাবা-মা নাগরিক সমাজকে বিচারের দাবিতে পথে নামার আবেদন করেন। সেই আবেদনে সাড়া দিয়ে পথে নামেন প্রচুর মানুষ। চিকিৎসকদের একাংশ থেকে শুরু করে বিনোদন জগতেরও অনেককে দেখা যায় পথে নামতে। মেয়ের জন্য পথে নামেন তিলোত্তমার মা-বাবাও। কলেজ স্কোয়ার থেকে মৌন মিছিল হয় আরজি কর মেডিক্যাল কলেজ পর্যন্ত। ঘটনার ছয় মাস কেটে গেলেও এখনও পর্যন্ত সঠিক বিচারের নিষ্পত্তির দাবিতে কাতারে কাতারে মানুষ জড়ো হয়। সঞ্জয় রায়ের পাশাপাশি আসল দোষীদের ধরার স্লোগানও উঠতে থাকে মিছিলে।

West Bengal West Bengal News RG Kar Case west bengal latest news RG Kar Doctor Murder Case Verdict