New Update
আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ খুন মামলায় আজ, সোমবার সাজা শোনাবে শিয়ালদহ আদালত। প্রাণদণ্ড না যাবজ্জীবন, কী শাস্তি দোষী সঞ্জয় রায়কে? সেই দিকে নজর গোটা দেশ তথা বিশ্বের। সাজা শোনানোর আগে কী বললেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।
Advertisment
RG Kar Verdict: আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ খুন মামলায় আজ, সোমবার সাজা শোনাবে শিয়ালদহ আদালত। প্রাণদণ্ড না যাবজ্জীবন, কী শাস্তি দোষী সঞ্জয় রায়কে?