New Update
Saif Ali Khan Attack Update: মুম্বই পাড়ি দেওয়ার আগে বাংলায় সিমকার্ড কেনে শরিফুল, কোন পথে ভারতে সইফের হামলাকারী?
Saif Ali Khan Attack News: একটি প্রাথমিক তদন্তে পাওয়া গেছে যে অভিযুক্তের দ্বারা ব্যবহৃত সিম কার্ডটি পশ্চিমবঙ্গের 'খুকুমনি জাহাঙ্গির সেখ'-এর নামে নথিভুক্ত করা হয়েছিল। যাঁর আধার কার্ড তিনি এটি সংগ্রহ করতে ব্যবহার করেছিলেন বলে সন্দেহ করা হচ্ছে, পুলিশ সূত্র জানিয়েছে।
Advertisment