New Update
দিনকয়েক আগে স্যালাইন-কাণ্ড নিয়ে হইচই পড়ে গিয়েছিল রাজ্যে৷ এবার সেই ঘটনাই উঠে এল সরস্বতী পুজোর থিমে৷ কলকাতার কাঁকুড়গাছির শ্রী শ্রী সরস্বতী ও কালীমাতা মন্দির পরিষদের পুজোয় এই থিম করা হয়েছে ৷ তবে উদ্যোক্তাদের বক্তব্য, এটা আসলে কোনও থিম নয়৷ বাস্তব পরিস্থিতিকেই তুলে ধরা হয়েছে৷ গত ৪৫বছর ধরে এই পুজো হয়ে আসছে।