Advertisment

India-Bangladesh Border: নদিয়ার বাংলাদেশ সীমান্তে মিলল গোপন বাঙ্কারের খোঁজ! কী কী উদ্ধার হল?

India-Bangladesh Border: কৃষ্ণগঞ্জের মাজদিয়ায় আন্ডারগ্রাউন্ড বাঙ্কারের হদিশে এখন পরতে পরতে রহস্য। শনিবার সকাল থেকে বাগানের ভিতর পাওয়া ওই বাঙ্কারগুলি মাটির ভিতর থেকে তোলার কাজ শুধু হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update

কৃষ্ণগঞ্জের মাজদিয়ায় আন্ডারগ্রাউন্ড বাঙ্কারের হদিশে এখন পরতে পরতে রহস্য। শনিবার সকাল থেকে বাগানের ভিতর পাওয়া ওই বাঙ্কারগুলি মাটির ভিতর থেকে তোলার কাজ শুধু হয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে মোট ৪টি বাঙ্কার আবিষ্কার করেছে বিএসএফ। উদ্ধার হয়েছে ৬২০০০ বোতল কাশির সিরাপ। যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা। 

West Bengal BSF West Bengal News India-Bangladesh Border west bengal latest news
Advertisment