Advertisment

Shatrughan Sinha: শত্রুঘ্নর গলায় হঠাৎ মমতা বিরোধী সুর! কী এমন বললেন?

Shatrughan Sinha wants beef ban: গোটা দেশে নিষিদ্ধ করে দেওয়া হোক আমিষ খাবারের পদ, এমনই চান 'বিহারীবাবু' শত্রুঘ্ন সিনহা। খোদ তাঁর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যেখানে বাছবিচারে বিশ্বাসী নন, সেখানে তৃণমূলের এই তারকা সংসদের প্রকাশ্যে এমন মন্তব্য জোর চর্চায়।

author-image
IE Bangla Web Desk
New Update

গোটা দেশে নিষিদ্ধ করে দেওয়া হোক আমিষ খাবারের পদ, এমনই চান 'বিহারীবাবু' শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। খোদ তাঁর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যেখানে বাছবিচারে বিশ্বাসী নন, সেখানে তৃণমূলের এই তারকা সংসদের প্রকাশ্যে এমন মন্তব্য জোর চর্চায়। এমনকী ইতিমধ্যেই দেশের যে রাজ্যগুলিতে গোমাংস নিষিদ্ধ করা হয়েছে, সেই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন আসানসোলের তৃণমূল সাংসদ। একইসঙ্গে উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার পদক্ষেপেরও ঢালাও প্রশংসা শোনা গিয়েছে তারকা সংসদের মুখে।

Uniform Civil Code Beef Shatrughan Sinha Non-Veg Food
Advertisment