Sheikh Hasina: 'ইউনূস কত বড় বেইমান', বঙ্গবন্ধুর বাসভবন ধ্বংসের জেরে ইউনূসকে আক্রমণ হাসিনার

Sheikh Hasina slams Muhammad Yunus: বুধবার হাসিনার ভার্চুয়াল ভাষণের পর বঙ্গবন্ধুর ঘরে হামলা চালায় কিছু উন্মুক্ত জনতা। রাতে হামলার পরে আগুন ধরিয়ে দেওয়া হয় বঙ্গবন্ধু মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ৩২ নম্বর ধানমণ্ডির বাড়ি। হামলা নিয়ে মুখ খুলেছেন বঙ্গবন্ধুর কন্যা তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

author-image
IE Bangla Web Desk
New Update

বুধবার হাসিনার ভার্চুয়াল ভাষণের পর বঙ্গবন্ধুর ঘরে হামলা চালায় কিছু উন্মুক্ত জনতা। রাতে হামলার পরে আগুন ধরিয়ে দেওয়া হয় বঙ্গবন্ধু মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি। হামলা নিয়ে মুখ খুলেছেন বঙ্গবন্ধুর কন্যা তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর অভিযোগ, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রত্যক্ষ মদতে বঙ্গবন্ধু ভবনে আগুন লাগানো হয়। যে কাজ ইউনূসের সরকার করেছে তা পাকিস্তানের সেনাবাহিনীও করেনি বলে জানিয়েছেন হাসিনা। হাসিনার দাবি, বর্তমানে বাংলাদেশের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। যাঁরা এই কাজ করেছেন, তাঁরা হীনমন্যতার পরিচয় দিচ্ছেন।

Bangladesh Sheikh Hasina Bangladesh Violence Muhammad Yunus Bangladesh Unrest