নৈরাজ্যের বাংলাদেশ এবার ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ৩২ নম্বর ধানমণ্ডির বাড়ি। বুধবার বাংলাদেশবাসীর উদ্দেশ্যে ভার্চুয়ালি ভাষণ দেওয়ার কথা ছিল সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। হাসিনার ভাষণ সম্প্রচারের কথা আগেই ঘোষণা করে দিয়েছিল আওয়ামি লিগ ও ছাত্রলিগ। সেই ঘোষণাকে কেন্দ্র করেই হাসিনা বিরোধীদের মধ্যে ক্ষোভের পাহাড় তৈরি হয়েছিল। তারই ফলস্বরূপ ঢাকায় শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে কট্টরপন্থীরা। বুধবার রাত পেরিয়ে বৃহস্পতিবার সকালেও বাড়ি ভাঙার কাজ চলেছে।