Advertisment

Nagendra Nath Roy: শিলিগুড়ির স্কুল শিক্ষক নগেন্দ্রনাথ পেলেন পদ্মশ্রী সম্মান

Nagendra Nath Roy: শিলিগুড়ির শিবমন্দিরের বাসিন্দা নগেন্দ্রনাথবাবু শিলিগুড়ির ভুবনজোত প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার কাজ করতেন। দীর্ঘ চাকরি জীবনে তিনি বিভিন্ন ভাষায় সত্তরের বেশি বই লিখেছেন। ২০১১ সালে তিনি রাজ্য সরকারের শিক্ষারত্ন পুরষ্কার পান। এবার পেলেন পদ্মশ্রী।

author-image
IE Bangla Web Desk
New Update

শনিবার কেন্দ্রীয় সরকার দেশের অন্যতম শীর্ষ অসামরিক সম্মান পদ্মশ্রী পুরস্কার ২০২৫-এর তালিকা প্রকাশ করল। স্বরাষ্ট্র মন্ত্রক ৭ জন পদ্মবিভূষণ, ১৯ জন পদ্মভূষণ এবং ১১৩ জন পদ্মশ্রী পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করেছে। এরই মধ্যে একজন শিলিগুড়ির এক প্রাথমিক স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক নগেন্দ্রনাথ রায়। জানা গিয়েছে, শিলিগুড়ির শিবমন্দিরের বাসিন্দা নগেন্দ্রনাথবাবু শিলিগুড়ির ভুবনজোত প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার কাজ করতেন। দীর্ঘ চাকরি জীবনে তিনি বিভিন্ন ভাষায় সত্তরের বেশি বই লিখেছেন। ২০১১ সালে তিনি রাজ্য সরকারের শিক্ষারত্ন পুরষ্কার পান। এবার পেলেন পদ্মশ্রী।

padma-award Padma Award padmashree
Advertisment