Kamakhya Express Derailed: কটকে বেলাইন কামাক্ষ্যা এক্সপ্রেসের ১১টি বগি, নিহত উত্তরবঙ্গের যুবক

Kamakhya Express Derailed: ওড়িশার কটকে দুর্ঘটনার কবলে কামাখ্যা এক্সপ্রেস। বেঙ্গালুরু থেকে কামাখ্যার দিকে যাওয়ার পথে কটকে ওই ট্রেন লাইনচ্যুত হয়ে যায়।

Kamakhya Express Derailed: ওড়িশার কটকে দুর্ঘটনার কবলে কামাখ্যা এক্সপ্রেস। বেঙ্গালুরু থেকে কামাখ্যার দিকে যাওয়ার পথে কটকে ওই ট্রেন লাইনচ্যুত হয়ে যায়।

author-image
IE Bangla Web Desk
New Update

ফের বড়সর রেল দুর্ঘটনার কবলে পড়ল ভারতীয় রেল। ওড়িশার কটকে দুর্ঘটনার কবলে কামাখ্যা এক্সপ্রেস। বেঙ্গালুরু থেকে কামাখ্যার দিকে যাওয়ার পথে কটকে ওই ট্রেন লাইনচ্যুত হয়ে যায়। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, কামাখ্যা এক্সপ্রেসের অন্তত ১১টি বগি লাইনচ্যুত হয়েছে। বাংলার আলিপুরদুয়ারের বাসিন্দা এক যাত্রী নিহত হয়েছেন। আহত যাত্রীদের ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কটকের মাঙ্গুলি এলাকার কাছে আচমকায় এই কামাখ্যা এক্সপ্রেসের বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। তুমুল আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়েন যাত্রীরা।

Indian Railways Train Accident