Advertisment

South Korea Plane Crash: ফের মৃত্যুমিছিল, যাত্রীবাহী বিমান ভেঙে পড়ল দক্ষিণ কোরিয়ায়

South Korea Plane Crash: কাজাখস্তানের পর এবার দক্ষিণ কোরিয়া। ১৮১ জনকে নিয়ে দক্ষিণ কোরিয়ান মুয়ান বিমানবন্দরে ধাক্কা খেয়েছে বিমান।

author-image
IE Bangla Web Desk
New Update

কাজাখস্তানের পর এবার দক্ষিণ কোরিয়া। ১৮১ জনকে নিয়ে দক্ষিণ কোরিয়ান মুয়ান বিমানবন্দরে ধাক্কা খেয়েছে বিমান। ১৭৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মাটি ছোঁয়ার ঠিক আগে রানওয়ের উপরেই বিমানের নিয়ন্ত্রণ হারান পাইলট। দেওয়ালের সঙ্গে সংঘর্ষে মুহূর্তেই তাতে আগুন ধরে যায়।

south korea General News plane crash
Advertisment