Sreemoyee-Kanchan Mahakumbh: বিয়ের একবছর পূর্ণ হতেই মহাকুম্ভে শ্রীময়ী-কাঞ্চন, গঙ্গাবক্ষে কী করলেন তারকা দম্পতি?

Sreemoyee and Kanchan: এরা দুজনেই প্রথম দিন থেকে নিজেদের বিয়ের মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছিলেন। কেউ কেউ কাঞ্চনকে দেখে এমনও বলেছিলেন, যে তৃতীয় নিয়ে যে এত আনন্দের হয় সেটা কাঞ্চনকে না দেখলে বোঝা সম্ভব না।

Sreemoyee and Kanchan: এরা দুজনেই প্রথম দিন থেকে নিজেদের বিয়ের মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছিলেন। কেউ কেউ কাঞ্চনকে দেখে এমনও বলেছিলেন, যে তৃতীয় নিয়ে যে এত আনন্দের হয় সেটা কাঞ্চনকে না দেখলে বোঝা সম্ভব না।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
sreemoyee-kanchan visits maha kumbh

Sreemoyee-kanchan: মহাকুম্ভে জল তর্পণ কাঞ্চন-শ্রীময়ীর Photograph: (Instagram)

 আর হাতে গুণে মাত্র কয়েকদিন। মহা শিবরাত্রির দিন শেষ হচ্ছে ১৪৪ বছরের অপেক্ষার পর এবারের কুম্ভমেলা। জানুয়ারি থেকে শুরু হয়েছিল এবারের কুম্ভ। আর সেই মেলা শেষ হতে চলল। গোটা মেলা জুড়ে অনেক কান্ড হয়েছে। তারকাদের নানা ঘটনা নজরে এসেছে। এবার দেখা গেল টলিপাড়ার অন্যতম চর্চিত দম্পতি কাঞ্চন এবং শ্রীময়ীকে।

Advertisment

এরা দুজনেই প্রথম দিন থেকে নিজেদের বিয়ের মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছিলেন। কেউ কেউ কাঞ্চনকে দেখে এমনও বলেছিলেন, যে তৃতীয় নিয়ে যে এত আনন্দের হয় সেটা কাঞ্চনকে না দেখলে বোঝা সম্ভব না। কিন্তু, তাঁদের বিয়ে যে টক অফ দ্যা টাউন ছিল, একথা কিন্তু অস্বীকার করার নয়। এমনকি, বিয়ের একবছর পরেও তাদের উদযাপন ছিল দেখার মত। শুধু তাই নয়, মেয়েকে নিয়েও নানা উৎসব পালন করেছেন তাঁরা।

বিয়ের একবছরের মধ্যে তাঁদের কোল আলো করে এসেছে সন্তান। মেয়েকে নিয়ে এখন নানা সময় কাটে। তাঁকে নিয়েই জীবনের নানা সৌন্দর্য উদযাপন করছেন তারা। কিন্তু না! যখন পূণ্য করতে গেলেন মহা কুম্ভতে, তখন দেখা গেল স্বামী স্ত্রী মিলে গেলেন কিন্তু নিয়ে যাননি কন্যাকে। সঙ্গমে যাওয়ার সময় নৌকায় বসে থাকাকালীন ছবি তুলেছেন শ্রীময়ী। সঙ্গে ছিলেন কাঞ্চন নিজেও।

Advertisment

সিঁথিতে সিঁদুর, শ্রীময়ী বাস্তবে ভীষণ ঈশ্বরের বিশ্বাসী, তাই এই সুযোগ হাতছাড়া করবেন না এটা খুব স্বাভাবিক। তাই তো, তাঁদের দেখা গেল মহা কুম্ভের বুকে যেতে। বেশ কয়েকটি ছোট ছোট বুমেরাং শেয়ার করেছেন তাঁরা। ব্যাকগ্রাউন্ডে বাজছে অরিজিৎ সিংয়ের গান। যদিও, বা নিজেদের অভিজ্ঞতা খুব একটা জানাননি তিনি। কিন্তু, মহা কুম্ভে পা রাখলে যে সকলের মন বেজায় খুশ হবে, একথা খুব স্বাভাবিক।

উল্লেখ্য, মেয়ে হওয়ার পরেও বেশ কটাক্ষের শিকার হয়েছিলেন তাঁরা। এমনও দাবি করেছিলেন কেউ কেউ যে বিয়ের আগেই অন্তঃসত্বা হয়েছিলেন তিনি। যদিও, একথা তিনি অস্বীকার করেছেন। বিয়ের কিছুদিনের মধ্যেই জানতে পেরেছিলেন যে মা হতে চলেছেন তিনি।

Kanchan Mullick sreemoyee chattoraj Maha Kumbh 2025 Maha Kumbh Maha Kumbh Mela 2025