New Update
কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট। ২০১৬ সালের SSC-র পুরো প্যানেলই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্টও। 'নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে', SSC-র মামলার চূড়ান্ত রায় দান করতে গিয়ে বৃহস্পতিবার এমনই বলেছেন প্রধান বিচারপতি। ঐতিহাসিক রায়দান শীর্ষ আদালতের। ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের পুরো নিয়োগ প্রক্রিয়াটাই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এর আগে কলকাতা হাইকোর্টও এই একই নির্দেশ দিয়েছিল। অবশেষে হাইকোর্টের নির্দেশই বহাল রইল সুপ্রিম কোর্টে। এদিন রাজ্যের প্রায় ২৬ হাজার চাকরি বাতিল করে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে, আগামী তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে।