New Update
মহাকুম্ভে বুধবার ভোররাতে 'শাহি স্নান' ঘিরে প্রবল হুড়োহুড়ি পড়ে যায়। মাত্রাতিরিক্ত ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে বেশ কয়েকজন পুণ্যার্থী জখম হয়েছেন, এমনকী কয়েকজনের মৃত্যুরও আশঙ্কা করা হচ্ছে। বুধবার ভোরে মৌনী অমাবস্যায় পবিত্র স্নানের জন্য প্রচুর পুণ্যার্থী একসঙ্গে জড়ো হয়েছিলেন। তখনই এই বিপত্তি ঘটে।