New Update
দীর্ঘ ৯ মাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকার পর মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর পৃথিবীতে ফিরে এসেছেন। ভারতীয় সময় বুধবার ভোর সাড়ে ৩টে নাগাদ সুনীতাদের নিয়ে ফিরে আসে মহাকাশযান। আটলান্টিক মহাসাগরের বুকে নামে এই মহাকাশযানটি। একে একে বের করে আনা হয় চারজন মহাকাশচারীকে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে মহাকাশযান অবতরণের জন্যে জলকেই কেন বেছে নেওয়া হয়?