বিধানসভায় মঙ্গলবার রাজ্যপালের ভাষণের উপরে জবাবি বক্তৃতায় মুখ্যমন্ত্রী কুম্ভকে মৃত্যুকুম্ভ বলেন। প্রয়াগের কুম্ভমেলাকে বিধানসভায় ‘মৃত্যুকুম্ভ’ বলে উল্লেখ করায় এবার রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানালেন বিজেপি বিধায়করা। বৃহস্পতিবার বিকেলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজভবনে যান বিজেপি বিধায়করা। সেখানে রাজ্যপালের কাছে বিধানসভার কার্যবিবরণী থেকে মুখ্যমন্ত্রীর ওই মন্তব্য বাদ দেওয়ার দাবি জানান তিনি।