দিল্লিতে তিন দশক পর সরকার পরিবর্তন হলে এখানেও সম্ভব বলে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। মহিষাদল থেকে ফের হিন্দুদের একজোট হওয়ার বার্তা দেন তিনি। এদিন মহিষাদল বিধানসভার হলদিয়া ব্লকের দেউলপোতা অঞ্চলে জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। সেখানে তিনি বলেন, "দিল্লি আমাদের হয়েছে। ২৬-এ বাংলার পালা। মাঝে বিহারও রয়েছে। সেখানেও সাফ হয়ে যাবে। এরপর বাংলায় ভোট আমরাই জিতব।"