Advertisment

Suvendu Adhikari: ব্যারাকপুরে শুটআউটের ঘটনায় বিস্ফোরক শুভেন্দু, কী বললেন বিরোধী দলনেতা?

Suvendu Adhikari: ফের শুটআউট! উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে ভরদুপুরে যুবককে লক্ষ্য করে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। চিড়িয়ামোড়ের ব্যস্ত রাস্তায় ভরদুপুরে তিন দুষ্কৃতী বাইকে করে এসে গুলি চালায়।

author-image
IE Bangla Web Desk
New Update

ফের শুটআউট! উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে ভরদুপুরে যুবককে লক্ষ্য করে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। চিড়িয়ামোড়ের ব্যস্ত রাস্তায় ভরদুপুরে তিন দুষ্কৃতী বাইকে করে এসে গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে যুবক। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অফিস থেকে মাত্র কয়েক মিটার দূরত্বে রোমহর্ষক এই শুটআউট। দ্রুত আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় রাজ্যের শাসকদল এবং পুলিশকে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

West Bengal West Bengal Police Suvendu Adhikari Barrackpore Shootout West Bengal News west bengal latest news
Advertisment